Wellcome to National Portal
Main Comtent Skiped

At a Glance

১।  জাতীয় মহিলা সংস্থার আওতায় সেলাই ও এমব্রয়ডারী প্রশিক্ষণ ০৪ মাসের কোর্স। ২ শিফটে ৩০ জন প্রশিক্ষাণার্থীর ক্লাশ চলমান ।  দৈনিক ১০০/(একশত) টাকা হারে ভাতা  এবং গ্রেড অনুযায়ী সনদপত্র প্রদান করা হয়।

২। জাতীয় মহিলা সংস্থার আওতায় মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ২ শিফটে ৫০ জন প্রশিক্ষাণার্থী (১ বছরে ২ সেশন) কম্পিউটার অফিস এ্যাপ্লিকেশন কোর্সে ২৫ জন ও গ্রাফিক্স  ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া কোর্সে ২৫ জন (উভয় কোর্সে কারিগরি শিক্ষা বোর্ডের নির্ধারিত রেজিষ্ট্রেশন ফি, এ্যাফেলিয়েশন ফি অন্যন্য চার্জ সহ ৬৫০ টাকা গ্রহণ করা হয়)।  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক  পরীক্ষা গ্রহন সাপেক্ষে  সনদপত্র  প্রদান করা হয়।

৩। জাতীয় মহিলা সংস্থার আওতায় যৌতুক ও বাল্যবিবাহ নিরোধকল্পে সচেতনতামূলক উঠান বৈঠক প্রতি ৩ মাস অন্তর অন্তর ১টি   করে সভা করা হয়।

৪। জাতীয় মহিলা সংস্থার আওতায় জাতীয় শুদ্ধাচার বিষয়ে প্রতি ৩(তিন) মাস অন্তর অন্তর একটি করে সভা করা হয়।

৫। জাতীয় মহিলা সংস্থার আওতায় লিগ্যাল এইড এর  মাধ্যামে আইনগত সহায়তা প্রদান করা হয়।

৬। জাতীয় মহিলা সংস্থা কতৃক পরিচালিত “তৃনমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প ”

     ক) ক্যাটারিং : ৮০ দিনের কোর্স। ২ শিফটে ৫০ জন প্রশিক্ষাণার্থীর ক্লাশ চলমান।   দৈনিক ১৫০/= টাকা হারে ভাতা এবং গ্রেড অনুযায়ী সনদপত্র প্রদান করা হয়।

    খ) বিউটিফিকেশন: ৮০ দিনের কোর্স । ২ শিফটে ৫০জন প্রশিক্ষাণার্থীর ক্লাশ চলমান। দৈনিক ১৫০/=   টাকা  হারে  ভাতা এবং গ্রেড অনুযায়ী সনদপত্র প্রদান করা হয়।

    গ) ফ্যাশন ডিজাইন : ৮০ দিনের কোর্স । ২ শিফটে ৫০ জন প্রশিক্ষাণার্থীর ক্লাশ চলমান। দৈনিক ১৫০/=     টাকা  হারে ভাতা এবং গ্রেড অনুযায়ী সনদপত্র প্রদান করা হয়।

    ঘ) ) ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট : ৮০ দিনের কোর্স। ২ শিফটে ৫০ জন প্রশিক্ষাণার্থীর ক্লাশ চলমান। দৈনিক ১৫০/= টাকা  হারে  ভাতা এবং গ্রেড অনুযায়ী সনদপত্র  প্রদান করা হয়।

    ঙ) বেবী কেয়ার : ৪০ দিনের কোর্স । ২ শিফটে ৫০ জন প্রশিক্ষাণার্থীর ক্লাশ চলমান। দৈনিক ১৫০/=   টাকা  হারে ভাতা এবং গ্রেড অনুযায়ী সনদপত্র প্রদান করা হয়।

    চ) হাউস কিপিং : ৪০ দিনের কোর্স । ২ শিফটে ৫০ জন প্রশিক্ষাণার্থীর ক্লাশ চলমান। দৈনিক ১৫০/=      টাকা  হারে ভাতা এবং গ্রেড অনুযায়ী সনদপত্র প্রদান করা হয়।

    ছ) বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স : ৪০ দিনের কোর্স ২ শিফটে ৫০ জন প্রশিক্ষাণার্থীর ক্লাশ চলমান।  দৈনিক ১৫০/= টাকা হারে ভাতা এবং গ্রেড অনুযায়ী সনদপত্র প্রদান করা হয়।

৭।  তথ্য আপা : ডিজিট্যাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের  তথ্য প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং তথ্য প্রযুক্তি ভিত্তিতে সেবা প্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন কার্যক্রম। মহিলাদের স্বাস্থ্য,  শিক্ষা, ব্যবসা, কৃষি, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকুরী সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা, বাল্যবিবাহ প্রতিরোধ, তথ্য প্রযুক্তি ছাড়াও   বিভিন্ন বিষয়ে তথ্য সেবা প্রদান ৯ টি উপজেলার মাধ্যমে ( পবা,গোদাগাড়ী, তানোর, দূর্গাপুর,বাগমারা,মোহনপুর,বাঘা,চারঘাট,  পুঠিয়া উপজেলা)।